অতিরিক্ত গ্রাউন্ড পানিশমেন্ট দেওয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে ২জন সৈনিক মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে (১৯ বীর)।
================================
বিস্তারিত বিবরণ:
অদ্য ১৬০০ ঘটিকায় নং ৪৫৩৭০৩৫ সৈনিক সাইফুল ইসলাম এবং নং ৪৫৩৭২১৬ সৈনিক ফেরদৌস হাসান ক্যাম্পের পাঁচিলের ভিতর থেকে সামনে দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনেন। তাদের পরনে কম্ব্যাট প্যান্ট এবং সিভিল গেঞ্জি থাকার কারণে ক্যাপ্টেন তানজিমুল এবং লেফটেন্যান্ট ইসমাইল দেখে তাদের দুইজনকে ওয়ারেন্ট অফিসার মাযাহার এবং কর্পোরাল আরিফ কে সাজা দেওয়ার জন্য বলেন। ১৬৩০ ঘটিকা থেকে ১৮৩০ ঘটিকা পর্যন্ত তাদেরকে বিভিন্ন রকম গ্রাউন্ড পানিশমেন্ট দেওয়া হয়। ওয়ারেন্ট অফিসার মজাহার সাজা দেওয়ার ফাঁকে ক্যাপ্টেন তানজিমুলের কাছে অনুরোধ করেন প্রথমবারের মতো ক্ষমা করার জন্য, কিন্তু ক্যাপ্টেন তানজিমুল উক্ত জেসিওর অনুরোধ শুনেননি। তাদেরকে আরও সাজা দিতে বলেন, ফলে উক্ত দুই সৈনিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে প্রথমে স্টেডিয়ামের এসি রুমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে উক্ত সৈনিক দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এম্বুলেন্সযোগে স্টেডিয়াম থেকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারা দুজনেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। হাসপাতালে এসে তাদেরকে অক্সিজেন দেওয়া হলে ঘন্টাখানেক পরে জ্ঞান ফিরে। এপর্যন্ত তাদের দুজনকে তিনটি করে স্যালাইন দেওয়া হয়েছে। এই ঘটনাটি ক্যাম্পের বাকি সৈনিকরা দেখে তাদের মনে ভীতি কাজ করছে।
এই হলো কমরেডশীপ। সেনাবাহিনীর বিরুদ্ধে কখনোই কিছু বলা হয় না। তার মানে এই নয় বিগত ১৫ বছরে সেনাবাহিনীতে কমিশন পাওয়া লীগের পান্ডাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। যারা সেনাবাহিনীতে ভর্তি হয়েছে নিয়মের নামে বাহিনী ধ্বংস করতে তাদের সাবধান হতে হবে। সৈনিকরাই দেশের আসল শক্তি। লাউড এন্ড ক্লিয়ার। ফুলস্টপ।
ক্যাপ্টেন তানজিমুল এবং লেফটেন্যান্ট ইসমাইলকে এখনো ক্লোজ করুন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ওদের ভাগ্য ভালো সৈনিকরা ওদেরকে থাবড়ায়নাই।
জিয়া সাইবার ফোর্স (ZCF) — বিএনপি’র ডিজিটাল প্রতিরোধ ও তথ্যযুদ্ধের অগ্রভাগে!
বাংলাদেশে গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার সংগ্রামে এখন শুধু মাঠে নয়, অনলাইনেও গড়ে উঠেছে প্রতিরোধ।
এই প্রতিরোধের অন্যতম ডিজিটাল শক্তি হলো জিয়া সাইবার ফোর্স (ZCF) — বিএনপি'র তথ্য-প্রযুক্তিনির্ভর একটি সাহসী ও সংগঠিত টিম।
ZCF কী করে?
ZCF হলো একদল দেশপ্রেমিক তরুণ, যারা সোশ্যাল মিডিয়া ও সাইবার প্ল্যাটফর্মে সরকারবিরোধী অন্যায়, দুর্নীতি, দমন-পীড়নের বিরুদ্ধে তথ্যভিত্তিক প্রতিরোধ গড়ে তোলে। এরা সত্য উদঘাটন করে, ভুয়া প্রচারণা প্রতিহত করে এবং বিএনপি ও গণতন্ত্রের পক্ষে ডিজিটাল লড়াই চালিয়ে যাচ্ছে।
আমাদের কাজের ক্ষেত্র:
✔️ তথ্য সংগ্রহ ও যাচাই
✔️ সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া
✔️ সরকারী অপপ্রচারের বিপরীতে সত্য উপস্থাপন
✔️ সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ
✔️ অনলাইন ও অফলাইন ক্যাম্পেইন পরিচালনা
ZCF-এর বৈশিষ্ট্য:
🔹 প্রযুক্তিতে দক্ষ ও প্রশিক্ষিত টিম
🔹 তথ্যনির্ভর ও আদর্শভিত্তিক অবস্থান
🔹 ২৪/৭ ডিজিটাল নজরদারি ও কার্যক্রম
🔹 দেশের প্রতিটি কণ্ঠস্বরকে পৌঁছে দেওয়ার লড়াই
আপনি যদি বিশ্বাস করেন সত্য বলাই সাহসের পরিচয়, তাহলে ZCF আপনার জন্য।
✅ প্রযুক্তি জানেন?
✅ সত্যের পক্ষে কণ্ঠ তুলতে চান?
✅ ডিজিটাল বাংলাদেশে সঠিক ইতিহাস ছড়াতে চান?
তাহলে আজই যুক্ত হন ZCF-এ!
📩 ইনবক্স করুন বা আমাদের অফিসিয়াল চ্যানেলে যুক্ত হন
#ZCF #ZiaCyberForce #BNP #DigitalResistance #TruthMatters #StandForDemocracy
জিয়া সাইবার ফোর্স — তথ্যের যুদ্ধে সত্যের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।