অতিরিক্ত গ্রাউন্ড পানিশমেন্ট দেওয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে ২জন সৈনিক মুন্সিগঞ্জ সদর হাসপা�

Published By Mohammad Ziaur Rahman | 24 April 2025, 04:13 AM

অতিরিক্ত গ্রাউন্ড পানিশমেন্ট দেওয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে ২জন সৈনিক মুন্সিগঞ্জ সদর হাসপা� । ছবি: অতিরিক্ত গ্রাউন্ড পানিশমেন্ট দেওয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে ২জন সৈনিক মুন্সিগঞ্জ সদর হাসপা�
Copyright Receive By: sumaiyaontor40@gmail.com

অতিরিক্ত গ্রাউন্ড পানিশমেন্ট দেওয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে ২জন সৈনিক মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে (১৯ বীর)।
================================

বিস্তারিত বিবরণ:
অদ্য ১৬০০ ঘটিকায় নং ৪৫৩৭০৩৫ সৈনিক সাইফুল ইসলাম এবং নং ৪৫৩৭২১৬ সৈনিক ফেরদৌস হাসান ক্যাম্পের পাঁচিলের ভিতর থেকে সামনে দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনেন। তাদের পরনে কম্ব্যাট প্যান্ট এবং সিভিল গেঞ্জি থাকার কারণে ক্যাপ্টেন তানজিমুল এবং লেফটেন্যান্ট ইসমাইল দেখে তাদের দুইজনকে ওয়ারেন্ট অফিসার মাযাহার এবং কর্পোরাল আরিফ কে সাজা দেওয়ার জন্য বলেন। ১৬৩০ ঘটিকা থেকে ১৮৩০ ঘটিকা পর্যন্ত তাদেরকে বিভিন্ন রকম গ্রাউন্ড পানিশমেন্ট দেওয়া হয়। ওয়ারেন্ট অফিসার মজাহার সাজা দেওয়ার ফাঁকে ক্যাপ্টেন তানজিমুলের কাছে অনুরোধ করেন প্রথমবারের মতো ক্ষমা করার জন্য, কিন্তু ক্যাপ্টেন তানজিমুল উক্ত জেসিওর অনুরোধ শুনেননি। তাদেরকে আরও সাজা দিতে বলেন, ফলে উক্ত দুই সৈনিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে প্রথমে স্টেডিয়ামের এসি রুমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে উক্ত সৈনিক দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এম্বুলেন্সযোগে স্টেডিয়াম থেকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারা দুজনেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। হাসপাতালে এসে তাদেরকে অক্সিজেন দেওয়া হলে ঘন্টাখানেক পরে জ্ঞান ফিরে। এপর্যন্ত তাদের দুজনকে তিনটি করে স্যালাইন দেওয়া হয়েছে। এই ঘটনাটি ক্যাম্পের বাকি সৈনিকরা দেখে তাদের মনে ভীতি কাজ করছে।

এই হলো কমরেডশীপ। সেনাবাহিনীর বিরুদ্ধে কখনোই কিছু বলা হয় না। তার মানে এই নয় বিগত ১৫ বছরে সেনাবাহিনীতে কমিশন পাওয়া লীগের পান্ডাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। যারা সেনাবাহিনীতে ভর্তি হয়েছে নিয়মের নামে বাহিনী ধ্বংস করতে তাদের সাবধান হতে হবে। সৈনিকরাই দেশের আসল শক্তি। লাউড এন্ড ক্লিয়ার। ফুলস্টপ।

ক্যাপ্টেন তানজিমুল এবং লেফটেন্যান্ট ইসমাইলকে এখনো ক্লোজ করুন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ওদের ভাগ্য ভালো সৈনিকরা ওদেরকে থাবড়ায়নাই।