চাঁদার টাকা না পেয়ে সাংবাদিকের ফ্যামিলি মেম্বারকে তুলে নিয়ে গেছে চট্টগ্রামের ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা।
অথচ যার মা বাবাকে তুলে নিয়ে গেছে, উনি নিজে ঢাবিতে খুবই পরিচিত সাংবাদিক।
কোন লাভ হয় নাই।
ছাত্রদল সভাপতি ফোন ধরতেছে না।
ক্ষমতায় এখনও আসে নি,প্রশাসন মিডিয়া কিনতে পারেনি, তাই এরা যা শুরু করছে, ইলেকশনের পর ইভেন চাঁদা না দিয়ে বাসাতেও থাকতে পারবেন কি না, বলা মুশকিল!!
-সাদিকুর রহমান খান (গুপ্ত শিবির)
পাকিস্তানের করাচিতে গা*জার সমর্থনে বিশাল সমাবেশ, অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।
বিএনপি কখনোই জুলাই অভ্যুত্থানকে ঔন করবে না।
বরঞ্চ ভবিষ্যতে এমন দিন আসবে, তারা এই বিপ্লবকে মক করবে।
৭ জানুয়ারির নির্বাচনের আগে ২৮ অক্টোবর ৭ মিনিটে তারা ধরাশায়ী হয়েছিলো যখন, তখন সারা দুনিয়ার অনেক বড় বড় শক্তি তাদের সমর্থন দিয়েছিলো।
এই বিপ্লব তাদেরকে মুক্তি এনে দিয়েছে, একই সাথে এনে দিয়েছে লজ্জা। আর অনেকটা ফ্রি'তেই 'প্রায় ক্ষমতায়' এনে দিয়েছে।
কিন্তু আত্মবিশ্বাস নাই। ফলে আবার ক্ষমতার বাইরে ছিটকে পড়ার যাওয়ার আশংকায় কাতর।
তারা পড়ে গেছে একটা প্যারাডক্সের মধ্যে। তাদের কাজকর্ম, কথাবার্তায় অস্থিরতা। তারা নিশ্চয়তা চায়। লুটপাটের লাইসেন্সটা পার্মানেন্ট হোক সেটা চায়।
ফলে দ্রুতই তাদের জনপ্রিয়তা ধ্বসে যাচ্ছে। কিছুদিন পর তারাও যদি ভোট চুরির প্ল্যান করে, অবাক হবার কিছু থাকবে না। এক্সপেরিয়েন্সড ভোটচোর আমলারা তো আছেই।
আর ছাত্ররা তাদের ক্ষুদ্র মানসিকতা থেকে বেরোতে পারলো না। তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। কিন্তু তাদের রাজনীতি অন্য কেউ করে ফেলতে পারে সেটা নিয়ে তাদের টেনশনের শেষ নাই। দেখে মনে হয় সন্দেহপ্রবন অনুদার একটা কাল্ট।
বদ্ধ ঘরে প্রশাসনের সহায়তায় তারা মিটিং করে দেশ উদ্ধার করে ফেলতে চায়৷ আর নানান জায়গায় বিএনপির কাছে ধরাশায়ী হয়ে এখন তারাও রাগ, অভিমান আর অভিযোগকেই রাজনীতি হিসাবে ধরে আগাচ্ছে।
রাজপথ আর জনগণ — দুই-ই তাদের থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে।
ফলে আগামী নির্বাচন হতে পারে শেষ পর্যন্ত একটা নেগোসিয়েশনের নির্বাচন।
আমি নেব কিছু আর তুমি নেবে কিছু।
নেগোসিয়েশন খারাপ কিছু না। কিন্তু শহীদের রক্তের দাগ শুকাবে না।
তবে আরেকটা সম্ভাবনা আছে৷ নতুন আরেকটি দল হয়ত আচমকা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। অনেকগুলো ছোট ছোট দল, গোষ্ঠী এদিকে-সেদিকে গড়ে উঠছে। অনেকগুলো পাখির বাচ্চা। কে জানে, এর মধ্যে একটা হয়ত ঈগলের বাচ্চা৷
সেটা হলেই ভালো হবে।
মুরাদ কিবরিয়া
২৭ ডিসেম্বর ২০২৪
আমার বাংলাদেশ 🇧🇩❤️🇵🇸
#FreePalestine
রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় ৬ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোররাত ৪টা ১০ মিনিটে নাজিমউদ্দিন রোডের একটি ৫তলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটি প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সোয়া ৫টার দিকে আগুন নির্বাপন করে।
শাহজাহান প্রথম আলোকে বলেন, ভবনটির দোতলা থেকে চতুর্থতলার বাসা থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে প্রচন্ড ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
রপ্তানি পণ্যে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে গোটা বিশ্বের অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা লেগেছে, যার বাইরে নয় বাংলাদেশও। এ বিষয়ে করণীয় নির্ধারণে বৃহস্পতিবার থেকে প্রতিদিন উচ্চপর্যায়ের একাধিক বৈঠক হয়েছে। গতকাল রোববারও পর্যালোচনা বৈঠক হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। আগের দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন।
পরিস্থিতি সামলাতে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল বিকেলে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেবে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একটি চিঠি দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরেকটি চিঠি দেবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআরকে।
যুক্তরাষ্ট্রকে যে দুটি চিঠি দেওয়া হবে তাতে কী থাকবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বৈঠকে উপস্থিত সবাই মতামত দিয়েছেন। বাংলাদেশ কী কী কর্মপরিকল্পনা গ্রহণ করছে, চিঠিতে সেগুলোর উল্লেখ থাকবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে প্রতিনিয়তই কথা হচ্ছে। চিঠি হবে ব্যবসাবান্ধব। সেখানে বাংলাদেশের ব্যবসার স্বার্থকে দেখা হবে, যাতে দুই দেশ সমানভাবে লাভবান হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। সেখানে বাংলাদেশের রপ্তানি আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
এদিকে বাংলাদেশের কর্মপরিকল্পনা নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে ব্রিফ করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি সাংবাদিকদের সামনে চারটি বিষয় তুলে ধরেন। বলেন, যুক্তরাষ্ট্র থেকে শুধু পণ্য নয়, সেবা আমদানিও বাড়ানো হবে। দূর করা হবে দেশটির সঙ্গে সব ধরনের অশুল্ক বাধা। বাংলাদেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা অন্য প্রতিযোগী দেশের তুলনায় এমনভাবে বাড়ানো হবে, যাতে যুক্তরাষ্ট্রের মানুষ মনে করে বাংলাদেশের পণ্য অন্য দেশের তুলনায় ভালো। এ ছাড়া ব্যবসা সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া হবে উভয় দেশের।
বৈঠকে চারজন উপদেষ্টা, চারজন ব্যবসায়ী প্রতিনিধি, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত হাইরিপ্রেজেনটেটিভ, ১০ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার নির্বাহী চেয়ারম্যানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ব্রিফিংয়ে বলেন, শুল্ক আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, চীনসহ বড় অর্থনৈতিক শক্তির দেশগুলোও পাল্টা পদক্ষেপ নিচ্ছে। তাতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা জানা নেই।
বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক যেন রক্ষা পায়, সেই চেষ্টা করা হবে। পোশাক খাতে শ্রমিকের মজুরি সর্বনিম্ন জায়গায় আছে। এর থেকে কমানো যাবে না। শ্রমিকের দিক থেকে খরচ না কমিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে। দূর করতে হবে অশুল্ক বাধা।
প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে শনিবার তাঁর কথা হয়েছে। রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভ অফিসে কথা বলেছেন। সেখান থেকে যে সংকেত পাওয়া গেছে, তাতে বাংলাদেশের চিন্তাধারার সঙ্গে তাদের সাযুজ্য রয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে করণীয়গুলো চূড়ান্ত করা যাবে।
অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাতে ব্যবসায়ী সম্প্রদায়ে স্বস্তি এসেছে। বোঝা যাচ্ছে, সরকারের পরিকল্পনা রয়েছে। তবে নির্ধারিত সময়ে পদক্ষেপ না নিলে বাংলাদেশ পিছিয়ে যাবে। যুক্তরাষ্ট্র সরকারের কাছে বাংলাদেশ আর কী কী জিনিস কিনতে পারে, সে বিষয়ে নজর দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের জন্য পোশাক খাতের বাইরে নতুন অনেক দুনিয়া আছে। রপ্তানি বাড়াতে সেসব পণ্য খুঁজে বের করতে হবে।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাস স্থগিত করার অনুরোধ জানাতে আমরা সরকারকে জানিয়েছি। ভিয়েতনাম, কম্বোডিয়াও শুল্ক আরোপ তিন মাস স্থগিতের অনুরোধ জানিয়েছে। তিন মাস স্থগিতের কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের যেসব পণ্য এরই মধ্যে আদেশ হয়েছে, পণ্য জাহাজীকরণ (শিপমেন্ট) হয়েছে, সেসব পণ্যের ক্ষেত্রে কী হবে? তা ছাড়া যেসব পণ্য এখনো আমাদের হাতে রয়েছে, সেসব পণ্যের কী হবে? এসব নিয়ে ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা রয়েছে।’
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছি। বলেছি, অশুল্ক বাধা দূর করার ব্যবস্থা নিন। সরকারি দপ্তরে বিনিয়োগ-সংক্রান্ত সেবা পেতে আমলাতান্ত্রিক জটিলতায় সময় বেশি লাগে। এসব সমাধানের উদ্যোগ গ্রহণ করুন।’
বৈঠক সূত্রে জানা যায়, সরকার যে চিঠি দেবে, তাতে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাস স্থগিতের অনুরোধ করতে ব্যবসায়ী প্রতিনিধিদের পক্ষ থেকে দাবি জানানো হয়। ব্যবসায়ী প্রতিনিধিরা জানিয়েছেন, ৯ এপ্রিল থেকে পাল্টা শুল্ক কার্যকর হবে। এর আগেই যুক্তরাষ্ট্র সরকারের কাছে চিঠি পাঠাতে হবে।
ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের ঘটনাকে ‘হাইপার ডাইনামিক স্টোরি’ বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, তা স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
গতকাল সকালে ঢাকার গুলশানে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে তাঁর বাসভবনে অনুষ্ঠিত ‘ব্রেকফাস্ট অন ট্রেড ব্যারিয়ার্স’ শীর্ষক বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা। বৈঠক শেষে তিনি সচিবালয়ে কয়েকজন সাংবাদিকের কাছে এমন মন্তব্য করেন। বৈঠকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন।
বৈঠক কেমন হলো, এমন প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, ‘ভালো হয়েছে। আমরা একটা ধারণা পেয়েছি যে আমাদের মতো অর্থনীতির দেশ, পাল্টা শুল্ক আরোপের কারণে তারা কী অনুসরণ করছে এবং আমরা কী পদক্ষেপ নিতে পারি।’
মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স কিছু বলেছেন কি না জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, তারা তো আনুষ্ঠানিকভাবে কিছু বলবে না। আলোচনা হয়েছে, কিছু দিকনির্দেশনা পাওয়া গেছে। এর মধ্য থেকে কী প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়া যায়, তা বোঝার চেষ্টা করা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘যোগাযোগের পদ্ধতিগুলো কী, আকাঙ্ক্ষাগুলো কী, শুল্ক ও অশুল্ক বাধাগুলো কী এবং ব্যবসা করতে গিয়ে যেসব জায়গায় তাদের সমস্যা হচ্ছে, বৈঠক থেকে সেগুলো বোঝার চেষ্টা করেছি। আমাদের অর্থনীতির জন্য যেগুলো সহায়ক, সেগুলো তো আমরা করতেই চাই। তবে যেগুলো সহায়ক নয়, সেগুলো করা সম্ভব নয়, এ রকম একটা আলোচনা করেছি।’
শুল্ক আরোপ কার্যকরের তারিখ যদি ৯ এপ্রিল হয়, তাহলে তো যা করার এর মধ্যেই করতে হবে, এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘না। ৯ তারিখের কথাটাও বোঝার চেষ্টা করেছি যে স্থগিতের কোনো সম্ভাবনা বৈশ্বিকভাবে আছে কি না। তাদের কথা হচ্ছে এ ধরনের কোনো সম্ভাবনা নেই।’
শেখ বশিরউদ্দীন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ধারণা ঘুরে বেড়াচ্ছে যে ৯ এপ্রিল কোনো কোনো দেশের জন্য স্থগিতাদেশ আসবে। আমরা এ ধরনের কোনো ধারণা পাইনি। ব্যাপারটা হচ্ছে যে এটা একটা হাইপার ডাইনামিক স্টোরি এবং বিশ্ব বাণিজ্যে এর প্রভাব পড়েছে। দেখা যাক, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালকও এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন।’
বাণিজ্যসচিব মাহবুবুর রহমান গতকাল সকালে অনলাইন বৈঠক করেন ব্যবসায়ী ও গবেষকদের সঙ্গে। এতে অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, অর্থনীতিবিদ সেলিম রায়হান, গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ব্যবসায়ীরা বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি সহজ করতে বাংলাদেশে দেশটির রপ্তানিকারকদের জন্য সেন্ট্রাল ওয়্যারহাউস সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। তা না হলে ব্যবসায়ী পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়বে না। বর্তমানে শূন্য শুল্কে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করা যায়। তা সত্ত্বেও দেশের তুলা আমদানির বড় অংশই আসে চীন ও ভারত থেকে। কারণ, এই দুটি দেশ থেকে ব্যবসায়ীদের তুলা আমদানি সহজ। তাই যুক্তরাষ্ট্রের তুলা আমদানি বাড়াতে হলে দেশটিকে সরবরাহ সুবিধা দিতে হবে।
ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাস স্থগিতের অনুরোধ জানিয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত ট্রাম্প প্রশাসনকে অনুরোধ জানানোর সুপারিশ করেন তাঁরা। বৈঠক সূত্রে জানা যায়, ব্যবসায়ী ও গবেষকেরা বলেছেন, ট্রাম্পের পাল্টা শুল্কের বিষয়টিকে শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে হবে না। এটি রাজনৈতিক বিষয়ও।
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক-করভার তড়িঘড়ি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ারও সুপারিশ করেন একজন গবেষক। তাঁর মতে, সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্র কী চায়, তা ভালোভাবে বুঝে নিতে হবে। হুট করে শুল্ক কমিয়ে দিলে কোনো লাভ হবে না।
বৈঠক সূত্রে জানা যায়, একাধিক ব্যবসায়ী বলেছেন, ৯ এপ্রিলের আগে ক্রয়াদেশ দেওয়া পণ্যের মধ্যে যেগুলো এখন বাংলাদেশে উৎপাদন পর্যায়ে রয়েছে, সেগুলোর ক্ষেত্রে পাল্টা শুল্ক কার্যকর হবে কি না, এ নিয়ে দুশ্চিন্তা রয়েছে রপ্তানিকারকদের মধ্যে। তাই এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি নিশ্চিত হয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তাঁকে তিন মাসের ছুটি দেওয়া হয়েছে, যা আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। পাশাপাশি এমডির অনিয়ম তুলে ধরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।
চট্টগ্রামের এস আলমের ঋণসংক্রান্ত অনিয়মে সংশ্লিষ্টতা পাওয়ার কারণে মুনিরুল মওলার বিরুদ্ধে এসব ব্যবস্থা নিচ্ছে ইসলামী ব্যাংক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের খবরটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ মার্চ) রাতে বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, গত দুই দিনে ৩৩ জন বিজিবি সদস্য নাফ নদীতে মিশনে গিয়ে নিখোঁজ হয়েছে- এমন অপপ্রচার চালানো হচ্ছে। এই গুজব নির্ভর অপপ্রচারে বিজিবির দৃষ্টি আকর্ষিত হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, প্রকৃত ঘটনা হলো, শনিবার ভোররাতে টেকনাফের শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়া ঘাটের কাছ দিয়ে রোহিঙ্গা ভর্তি একটি নৌকা অবৈধ উপায়ে সাগরপথে বাংলাদেশে আসার সময় প্রবল স্রোতের কারণে উল্টে যায়। খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদেরকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের উদ্ধারের জন্য ছুটে যায়। এক পর্যায়ে ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার কাজ চলাকালে সমুদ্র উত্তাল থাকায় ও অন্ধকার রাতের কারণে একজন বিজিবি সদস্য পা পিছলে পড়ে সমুদ্রে নিখোঁজ হয়।
বিজিবি আরও জানায়, দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বর্তমানে নিখোঁজ একজন বিজিবি সদস্যসহ অন্যান্য রোহিঙ্গাদেরকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়া বিজিবি ভেরিফাইড ফেসবুক পেজে জনসাধারণকে এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
"আজ যে গণপরিষদ নির্বাচন, গণভোট, সেকেন্ড রিপাবলিক বলে যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো ০৫ই আগস্টের আগে কেউই বলেনাই। ০৫ই আগস্টের অনেক পরে এগুলো মূলত ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এখন বলা হচ্ছে। যারা ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে তারাই এখন এগুলো বলছে। এগুলোর সাথে জনগণের কোন সম্পর্ক নাই। এর একটাই উদ্দেশ্য ক্ষমতা ধরে রাখা।"
- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন
"আজ যে গণপরিষদ নির্বাচন, গণভোট, সেকেন্ড রিপাবলিক বলে যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো ০৫ই আগস্টের আগে কেউই বলেনাই। ০৫ই আগস্টের অনেক পরে এগুলো মূলত ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এখন বলা হচ্ছে। যারা ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে তারাই এখন এগুলো বলছে। এগুলোর সাথে জনগণের কোন সম্পর্ক নাই। এর একটাই উদ্দেশ্য ক্ষমতা ধরে রাখা।"
- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন