৩৩ বিজিবি সদস্য নিখোঁজেন খবর গুজব

Published By Ridoykhan (ছোট মিয়া) | 22 March 2025, 11:00 PM

Article Image
৩৩ বিজিবি সদস্য নিখোঁজেন খবর গুজব । ছবি: ৩৩ বিজিবি সদস্য নিখোঁজেন খবর গুজব
Copyright Receive By: ridoykhan@worldwidezia.com

সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের খবরটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ মার্চ) রাতে বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, গত দুই দিনে ৩৩ জন বিজিবি সদস্য নাফ নদীতে মিশনে গিয়ে নিখোঁজ হয়েছে- এমন অপপ্রচার চালানো হচ্ছে। এই গুজব নির্ভর অপপ্রচারে বিজিবির দৃষ্টি আকর্ষিত হয়েছে।


ফেসবুক পোস্টে বলা হয়, প্রকৃত ঘটনা হলো, শনিবার ভোররাতে টেকনাফের শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়া ঘাটের কাছ দিয়ে রোহিঙ্গা ভর্তি একটি নৌকা অবৈধ উপায়ে সাগরপথে বাংলাদেশে আসার সময় প্রবল স্রোতের কারণে উল্টে যায়। খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদেরকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের উদ্ধারের জন্য ছুটে যায়। এক পর্যা‌য়ে ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার কাজ চলাকালে সমুদ্র উত্তাল থাকায় ও অন্ধকার রাতের কারণে একজন বিজিবি সদস্য পা পিছলে পড়ে সমুদ্রে নিখোঁজ হয়।

বিজিবি আরও জানায়, দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বর্তমানে নিখোঁজ একজন বিজিবি সদস্যসহ অন্যান্য রোহিঙ্গাদেরকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়া বিজিবি ভেরিফাইড ফেসবুক পেজে জনসাধারণকে এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।